Khoborerchokh logo

রাজশাহীতে জাহানারা জামান স্মৃতি ফুটবল লীগের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন । 282 0

Khoborerchokh logo

রাজশাহীতে জাহানারা জামান স্মৃতি ফুটবল লীগের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন।

রনি আহম্মেদ
 ১ম জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগ (২০২০-২১) এ ফাইনাল ম্যাচে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘ। রানার আপ হয়েছে হরিয়ান ফুটবল একাডেমি।গতকাল বুধবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উভয় দলের মধ্যকার ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।মেয়র তার মায়ের নামে চলা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন এবং অনুষ্ঠানে একটি স্মরণিকার মোড়কও উন্মোচন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন,রাজশাহীতে খেলাধুলায় আবারও প্রাণ ফিরেছে।আশা করি আগামীতে জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে।
রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী অনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহীন আকতার রেনী,মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাবলু সরকার, বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুল আলম লোটন প্রমূখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী ফুটবল অ্যাসোসিয়েশনের ২য় ও ৩য় বিভাগ ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান শামসুজ্জামান রতন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com